সিলেট সদরে সুশীলনের সভা অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার, ১১ জুলা ২০২৪ ০৮:০৭

সিলেট সদরে সুশীলনের সভা অনুষ্ঠিত
সুরমাভিউ:-  ইউনিসেফের সহায়তায় পরিচালিত বেসরকারি সংগঠন সুশীলনের উদ্যোগে সিলেট সদর উপজেলয় জেন্ডার সমতা, বাল্যবিবাহ এবং সামাজিক ও আচরণ পরিবর্তনবিষয়ক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুজাত আলী রফিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভািইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম এবং মোছা. হাছিনা আক্তার।

বক্তব্য রাখেন ইউনিসেফ সিলেট অফিসের কনসাল্টেন্ট শেখ আলী হায়দার আজম। প্রকল্প পরিচিতি তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী মো. আলমগীর মিয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী নাদিয়া আফরিন।

প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক মিয়া, হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুজ্জামান, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হিরণ মিয়া, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুল ইসলাম আজাদ, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মোনাফ, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুর রহমান, সিলেট জেলা প্রেসক্লাবের তথ্য-প্রযুক্তি সম্পাদক প্রতিনিধি এনামুল কবীর, সদস্য মোখলেছুর রহমান। আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিত কুমার পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ সিরাজুম মুনীর, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হিরণ, ইপসা এবং এফআইভিডিবি প্রতিনিধি, ইমাম, কাজী প্রমুখ।

সভায় জানানো হয়, সিলেট সদর উপজেলার বাল্য বিয়ের হার অনেকটা কমে এসেছে। তবে সিলেট বিভাগে এর মাত্রা এখনো ভয়াবহ পর্যায়ে। আর বাল্য বিয়ের কারণে নারী ও শিশু নির্যাতন বৃদ্ধি পেয়েছে এবং অপুষ্টিতে আক্রান্ত শিশুর জন্ম হচ্ছে।

সভায় ঐক্যবদ্ধভাবে এসব সমস্যা সমাধানে কাজ করার উপর গুরুত্বারুপ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ