বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিক মিয়া রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রকাশিত:বৃহস্পতিবার, ১১ জুলা ২০২৪ ০৮:০৭

বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিক মিয়া রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সুনামগঞ্জ প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজারে বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিক মিয়া (৭২) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার(১১ জুলাই )দুপুর ২ টা ৩০ মিনিটে সময় উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চকিরঘাট গ্রামে মুক্তিযোদ্ধার বাড়ী সংলগ্ন চকিরঘাট জামে মসজিদ মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের কফিনে সালাম প্রদর্শন করেন বি আর ডি বির উপজেলা প্রকল্প কর্মকর্তা মো:শাহিনুর রহমান, দোয়ারাবাজার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান, এস আই ফরিদ মিয়াসহ পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগণ ও গ্রামবাসির শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় লক্ষীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক জহিরুল ইসলাম জহির, সমাজসেবক আলহাজ্ব খলিলুর রহমান খলিল, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক এম এ মোতালিব ভুইয়া, সাংবাদিক হুমায়ুন ফরিদ ও সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য চকিরঘাট গ্রামের মৃত আব্দুল খালেক এর পুত্র বীর মুক্তিযোদ্ধা রফিক মিয়া (৭২) বৃহস্পতিবার সকাল ৬.৩০ ঘটিকায় উনার নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। মৃতুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ