৩১০০ নিবন্দিত ও অনিবিন্দত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত:বুধবার, ১০ জুলা ২০২৪ ০৯:০৭

৩১০০ নিবন্দিত ও অনিবিন্দত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

স্টাফরিপোর্টার:- ৩১০০ নিবন্দিত ও অনিবিন্দত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ওয়ার্ল্ডভিশন।

বুধবার সকালে সুনামগঞ্জ এপিওয়ার্ল্ডভিশনেরআয়োজনেশহীদ মুক্তিযোদ্ধা জগৎজোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া।

ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জের এপি ম্যানাজার স্টিপ তাপস চিসিম’র সভাপতিত্বে জেলাশিশু বিষয়ককর্মকর্তা বাদলচন্দ্রবর্মণ, পৌরসভার প্যানেল মেয়র আহমদ নূর, সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটের সভাপতি মো. বরহান উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জের প্রোগ্রাম অফিসার উত্তম চক্রবর্তী, অপূর্ব চিসিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পরে পৌরশহরের ৯টি ওয়ার্ডের ৩১০০ নিবন্দিত ও অনিবিন্দত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ