দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু

প্রকাশিত:বুধবার, ১০ জুলা ২০২৪ ০৫:০৭

দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু

আবু তালহা তোফায়েল:-  সিলেটের প্রাচীন ও ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ, জামেয়া আহলিয়া দারুসসালাম দারুল হাদীস লাফনাউট, গোয়াইনঘাট, সিলেট-এর ১১৫ বছর পুর্তি উপলক্ষে ৪৭ সালা দস্তারবন্দী মহাসম্মেলন-২০২৫ এর নিবন্ধন ফরম বিতরণ শুরু হয়েছে।

১০ জুলাই (বুধবার) দুপুর ১২ ঘটিকায় মাদ্রাসার অফিস কক্ষে জামেয়ার শায়খে বুখারী মাওলানা হুসাইন আহমদ (গনিকান্দী হুজুরের) এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফরম বিতরণ শুরু হয়।

আনুষ্ঠানিক ফরম বিতরণে উপস্থিত ছিলেন জামেয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতি আমিনুর রশিদ গোয়াইনঘাটী, জামেয়ার মুহাদ্দিস মাওলানা ফয়যুল করীম, জামেয়ার ফাজিল ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ ও মাওলানা আব্দুর রাজ্জাক প্রমুখ।

আস-সালাম ফুযালা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আমিনুর রশিদ গোয়াইনঘাটী, জামেয়ার অফিস থেকে ফুযালাদের নিবন্ধন ফরম গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য যে, জামেয়ার দুইদিন ব্যাপী ৪৭ সালা দস্তারবন্দী মহাসম্মেলন আগামী ২৩ ও ২৪ জানুয়ারি ২০২৫ ইং (বুধ ও বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ