যুক্তরাজ্যে জালালাবাদ এসোসিয়েশন’ র নবনির্বাচিত কমিটির অভিষেক

প্রকাশিত:মঙ্গলবার, ০৯ জুলা ২০২৪ ১২:০৭

যুক্তরাজ্যে জালালাবাদ এসোসিয়েশন’ র নবনির্বাচিত কমিটির অভিষেক

বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রাচীনতম সংগঠন জালালাবাদ এসোসিয়েশন ঢাকা এর অনুমোদিত “যুক্তরাজ্য জালালাবাদ এসোসিয়েশন” এর নবনির্বাচিত কমিটির  অভিষেক এবং সংগঠনের গৌরবের ৭৫ বছরকে উদযাপন এবং স্মারক ম্যাগাজিন সেতু প্রকাশনা অনুষ্ঠান পূর্ব লন্ডনের ইম্প্রেশন ভ্যানুতে অনুষ্ঠিত হয়।

৩ জুলাই বুধবার সন্ধ্যায় এ উপলক্ষে কমিউনিটির তথা ইউরোপের বিভিন্ন দেশ থেকে জালালাবাদ এসোসিয়েশনের কর্মকর্তাদের সরব উপস্থিতিতে  বিশাল আয়োজনে জনপ্রতিনিধি এমপি মেয়র কাউন্সিলার সহ নেতৃস্থানীয়রা উপস্থিত ছিলেন ।

সম্প্রতি নতুন কমিটি গঠিত হয় এতে বিশিষ্ট ব্যবসায়ী শাহানুর খাঁন সভাপতি,  মোহাম্মদ আমিনুল হক জিল্লু সাধারন সম্পাদক, এবং মোহাম্মদ আলী মজনুকে কোষাধ্যক্ষ  করে ১০৭ সদস্য বিশিষ্ট যুক্তরাজ্য জালালাবাদ এসোসিয়েশননের কার্যকরী কমিটি ও বিশিষ্টজনদের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয় I

কার্যকরী কমিটির সবাইকে পরিচয় করিয়ে দেন সংগঠনের সহ-সভাপতি দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানের শুরুতে নতুন সভাপতি শাহানুর খান সবাইকে স্বাগত জানিয়ে বলেন ঐতিহ্য আর বর্ণীল ইতিহাসের অংশ হলো জালালাবাদ এসোসিয়েশন যেটি হচ্ছে বৃহত্তর সিলেটের প্রাণের সংগঠন ।

সাধারণ সম্পাদক আমিনুল হক জিল্লুর প্রাণবন্ত  সঞ্চালনায়  কোরআন থেকে তেলোয়াত করেন সংগঠনের সহসভাপতি আনোয়ার আলী।

বিভিন্ন পর্যায়ে কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী মজনু  সহ সভাপতি  দেলোয়ার হোসেন, সহ সভাপতি ইন্জিনিয়ার হাবিবুর রহমান, আলী আহমদ বেবুল সাংস্কৃতিক সম্পাদক  ফয়েজনুর ।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন রাইট অনারেবল স্যার  স্ট্রিফেন টিম এমপি।  হ্যারো কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলার সেলিম চৌধুরী,  যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাই কমিশনের সহকারী হাইকমিশনার হযরত আলী, কেমডেন বারার মেয়র সমতা খাতুন, যুক্তরাজ্যে আওয়ামী লীগের সভাপতি  সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, উপদেষ্টা পরিষদের পক্ষে শাহগীর বক্ত ফারুক, শামীম  আহমেদ, বিশিষ্ট সাংবাদিক নবাব উদ্দিন ,আসুক আহমদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক লিডার হেলাল উদ্দিন আব্বাস  সাবেক কাউন্সিলার মামুনুর রশীদ, গাজিউর রহমান  গাজী, মতিউর রহমান. দিলওয়ার হুসেন, ময়নুল হক, শাহরিয়ার আহমেদ সুমন, মুহিব উদ্দিন চৌধুরী ,প্রমুখ।

আলোচনা সভায় বক্তরা বলেন জালালাবাদ এসোসিয়েশনের বৃহত্তর সিলেটের মানুষের মধ্যে সেতু রচনার পাশাপাশি এই অঞ্চলের গৌরব উজ্জল ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে। প্রাচীন এই সংগঠনের গৌরবের পথচলার যাত্রা পথে সকলের সহযোগীতার জন্য শ্রদ্ধা  ও কৃতজ্ঞতা জানান ।

অনুষ্ঠানে সেতু স্মারকের মোড়ক উন্মোচনে অংশগ্রহণ করেন ম্যাগাজিন কমিটির সম্পাদক ইঞ্জিনিরয়ার হাবিবুর রহমান, সুলতান বাবর, আহাদ চৌধুরী বাবু, জাকির হোসেন, নিয়াজুল ইসলাম চৌধুরী ও নুরুজ্জামান, প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ