সুরমাভিউ:- যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার ঈদপুনর্মিলনী ও মাসিক বৈঠক গত (০৭জুলাই) রবিবার বাদ এশা বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবীর আহমদ এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান এর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মহানগর যুব জমিয়তের সহসভাপতি মাওলানা আসাদ উদ্দীন, মাওলানা আফজাল হোসাইন খান, সহ সাধারণ সম্পাদক মাওলানা ফায়জুর রাহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আফতাব উদ্দীন খান, প্রচার সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মাওলানা রেজওয়ান আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক মাওলানা ফরহাদ কুরাইশী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আশরাফ হোসাইন ফুআদী, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হায়দার আলী প্রমূখ।
সভায় উপস্থিত সকলের পরামর্শে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
★সাংগঠনিক দুটি শূন্য পদে নতুন দ্বায়িত্বশীল মনোনীত করা হয়:-
১/ মহানগর যুব জমিয়তের সহ সাধারণ সম্পাদক পদে সাবেক অর্থ সম্পাদক মাওলানা ফরহাদ কোরেশী কে মনোনীত করা হয়।
২/ অর্থ সম্পাদক পদে সাবেক সহ প্রচার সম্পাদক মাওলানা রেজওয়ান আহমদ চৌধুরীকে মনোনীত করা হয়।
৩/ সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে যার যার অবস্থান থেকে দাড়ানোর আহবান করা হয়।
পরিশেষে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি।