যুক্তরাজ্যে লেবার পার্টির নিরঙ্কুশ জয়: প্রধানমন্ত্রী হচ্ছেন স্টারমার

প্রকাশিত:শুক্রবার, ০৫ জুলা ২০২৪ ০৬:০৭

যুক্তরাজ্যে লেবার পার্টির নিরঙ্কুশ জয়: প্রধানমন্ত্রী হচ্ছেন স্টারমার

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। এই জয়ে স্যার কির স্টারমার হতে চলছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময় শুক্রবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেবার পার্টি ৩৭২ আসনে জয়ী হয়েছে। অন্যদিকে কনজারভেটিভ পার্টি ৯০টি আসনে এবং লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি ৫২টি আসনে জয় পেয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) স্থানীয় সময় সকাল ৭টা থেকে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। যা চলে রাত ১০টা পর্যন্ত।

নির্বাচনে ছোট-বড় মিলিয়ে অন্তত ৯৮টি রাজনৈতিক দল অংশ নেয়। এবারই প্রথম নাগরিকদের পাশাপাশি ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন অভিবাসীরাও।

ফলাফল ঘোষণার পরপরই দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক স্টারমারকে ফোন দিয়ে অভিনন্দন জানান।

ঋষি সুনাক বলেন, ‘লেবার পার্টি নির্বাচনে জিতেছে। আমি স্যার কির স্টারমারকে অভিনন্দন জানাতে ফোন করেছি। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর হবে।’

লেবার পার্টির নেতা কির স্টারমার হলবন ও সেন্ট প্যানক্রাস আসনে জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘পরিবর্তন শুরু হয়েছে। এখন আমাদের দেওয়ার সময়।’

নির্বাচনে হেরে টানা ১৪ বছর শাসনের অবসান হলো কনজারভেটিভ পার্টির।

আগামী ৯ জুলাই নতুন পার্লামেন্ট সদস্যদের শপথগ্রহণ ও স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর ১৭ জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। সূত্র: বিবিসি

এ সংক্রান্ত আরও সংবাদ