সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের বিষয়ে উচ্চ আদালতে নির্দেশনা ঐতিহাসিক – দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৪ জুলা ২০২৪ ০৭:০৭

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের বিষয়ে উচ্চ আদালতে নির্দেশনা ঐতিহাসিক – দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

সুরমাভিউ:-  দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এডভোকেট, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসাব সরকারের নিকট দাখিলের বিধান বাস্তবায়নে নির্দেশ দিয়েছেন মহামান্য উচ্চ আদালত। এই বিধানটি সরকার বাস্তবায়নের ক্ষেত্রে বাধ্যতামূলক নীতি না করায় দুর্নীতিবাজরা বাংলাদেশকে দুর্নীতির কারখানায় পরিণত করেছে। বেশির ভাগ সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা আজ বেপরোয়া। দু’বছর আগে বর্তমান সরকারের মাননীয় চৌকস প্রধানমন্ত্রী সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দেওয়ার পর অধিকাংশ সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা নির্দেশ লংঘন করেছেন। সম্প্রতি কয়েক মাস আগে সরকারি কর্মকর্তা ও কর্মচারী আচরণ বিধি সংশোধনের প্রস্তাব করা হয়েছিল। অত্র সংগঠন সহ দুর্নীতি বিরোধী জনগণ এর তীব্র প্রতিবাদ জানিয়েছে।

৩ জুলাই-২০২৪ দৈনিক সমকালের ১ম পৃষ্ঠায় প্রকাশিত “শর্ষেতে ভূত রেখে দূর হবে না দুর্নীতি” শীর্ষক একটি প্রতিবদেনে দেশের বিশিষ্টজনদের মতামত তুলে ধরা হয়েছে। দেশের সিনিয়র আইনজীবী জেড.আই খান পান্না সাহেবে বলেছেন, সবার আগে বিচার অঙ্গনকে দুর্নীতি মুক্ত করতে হবে।

একই পত্রিকার ৩য় পৃষ্ঠা প্রকাশিত ঢাকার এক সেমিনারে বিশিষ্টজনরা বলেছেন, বাংলাদেশের ন্যায় বিচার অর্থ, পেশিশক্তি ও রাজনীতিকদের কাছে বন্দী। এসব ঘোচাতে হবে। সাধারণ মানুষ বিদেশে যেতে হলে কত জায়গায় তল্লাশী করে। চোখের ছাপ, আঙ্গুলে ছাপা দেয়। এতগুলো গেট পার করে বেনজির কিভাবে বিদেশে পালিয়ে গেল। তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান শুরু হবে। সংসদের মাননীয় সদস্যগণও দুর্নীতির বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়েছেন। নেতৃবৃন্দ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসাব দাখিলে বিধান বাস্তবায়নে মহামান্য হাইকোর্টের নির্দেশনাকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, এই নির্দেশনায় দেশের ৯০ ভাগ মানুষের আকাঙ্খার প্রতিফলন ঘটেছে। এই নির্দেশনা সময়োপযোগী। দেশবাসীর দাবী অবিলম্বে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি রোধ ন্যায়পাল নিয়োগ ও গণমাধ্যমে আসা অস্বাভাবিক সম্পদের দায়ে অভিযুক্তদের পাসপোর্ট জব্ধ, দ্রুত গ্রেফতার, দুর্নীতির মামলা দায়ের ও ব্যারিস্টার সায়েদুল হক সুমন এমপিকে প্রাণনাশের হুমকিদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চায়। নেতৃবৃন্দ বলেন, দুর্নীতি রোধে রাজনৈতিক সদিচ্ছাই খুব জরুরী।
নেতৃবৃন্দ উচ্চ পর্যায়ে ঋণখেলাপী, দুর্নীতিবাজ, অর্থপাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার লক্ষ্যে গণমাধ্যমে আসা বিশিষ্টজনদের মতামত নিয়ে প্রয়োজনে দুর্নীতি রোধে একটি জাতীয় সংলাপ ডাকার জোর দাবী জানান।  বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ