২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ০৪ জুলা ২০২৪ ০৭:০৭
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রুস্তমপুর এলাকায় পুলিশের অভিযানে একটি সিএনজি অটোরিকশায় ৫৬ বোতল ভারতীয় মদ সহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন এয়ারপোর্ট থানার বরশাল গ্রামের মৃত মোহব্বত আলীর ছেলে মোঃ কলমদর (৪৫) ও নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার মৃত নুরুল ইসলাম খানের ছেলে মোঃ হিরন মিয়া (৫২)।
পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় কোম্পানীগঞ্জ থানার এস.আই সুরঞ্জিত তালুকদার, এ.এস.আই কানন কুমার দাশ সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধলাই ব্রীজের পশ্চিম পাড়ের টুলবক্স এর সামনে সিলেট-ভোলাগঞ্জ রাস্তার রুস্তুমপুর এলাকায় ১টি সিএনজি অটোরিকশার গতিরোধ করেন। সিএনজি তল্লাশি করে ৫৬ বোতল ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ পাওয়া যায়। এসময় ব্যবসার সাথে জড়িত থাকায় গাড়িতে থাকা ২ জনকে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার এস.আই সুরঞ্জিত তালুকদার জানান, থানার অফিসার ইনচার্জ এর সার্বিক তত্বাবধানে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি সিএনজি ও ৬৮ হাজার টাকার ভারতীয় মদ সহ ২জনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766