রোটারির প্রথম দিনে রোটারি ক্লাব অব মেট্রোপলিটন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত:সোমবার, ০১ জুলা ২০২৪ ০১:০৭

রোটারির প্রথম দিনে রোটারি ক্লাব অব মেট্রোপলিটন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

সিলেটে রোটারি ক্লাব অব মেট্রোপলিটন এর উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন হয়েছে।

আজ পহেলা জুলাই সোমবার সিলেট মাতৃমঙলে বৃক্ষ রোপন ও ব্লাড ডোনারের মধ্য দিয়ে কার্যক্রম অনুষ্ঠিত হয়।

রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের প্রেসিডেন্ট আব্দুল বাসিতের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইখতিয়ার আহমদ চৌধুরীর পরিচালনায় উপস্থিত ছিলেন, পিপি নজির আহমদ আজাদ,প্যানেল মেয়র (২) তৌফিক বক্স লিপন,পিপি আজিজুর রহমান, পিপি আবু সুফিয়ান,পিপি ক্লাব লার্নিং ফেসিল্যাটর পিপি রেহান উদ্দিন রায়হান, আই পিপি আক্তার চৌধুরী রুবেল, প্রেসিডেন্ট ইলেক্ট ময়নুল ইসলাম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আব্দুল জলিল খান,ক্লাব ডাইরেক্টর দেওয়ান রুশু চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি আসাদুজ্জামান রনি,ক্লাব ডাইরেক্টর মাজহারুল হক লিটন, ক্লাব ডাইরেক্টর সুয়েব আহমদ,সার্জেন্ট সুলতানা চৌধুরী, তাজকিয়া ইসলাম, হুমায়রা চৌধুরী।

প্রজেক্ট সমূহ হলো মাস ব্যাপি বৃক্ষ রোপন, ব্লাড গ্রুপিং,ব্লাড ডোনেশন, ও বন্যা কবলিতদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ।

এ সংক্রান্ত আরও সংবাদ