বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বাসদ এর ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশিত:শুক্রবার, ২৮ জুন ২০২৪ ০৯:০৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বাসদ এর ত্রাণ সামগ্রী বিতরণ

সুরমাভিউ:-  বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

শুক্রবার (২৮ জুন) বিকাল ৫টায় নগরীর ২৭নং ওয়ার্ডে ত্রাণ সামগ্রী বিতরণ কালে বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন  মনজুর আলম, এরশাদ মিয়া,অভি ইসলাম, বকুল মিয়া, জুবায়েল ইসলাম,রুমন মিয়া,জুয়েল আহমদ,সামছু মিয়া, শফিকুল ইসলাম, মনছুর আলম প্রমূখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, অপরিকল্পিত উন্নয়নের খেসারত দিচ্ছেন সাধারণ জনগণ। বিগত ২২সালের বন্যার পর সিটি কর্পোরেশন কিংবা সরকারের পক্ষ থেকে অনেক প্রতিশ্রুতি দিলেও জলাবদ্ধতা-বন্যা সমস্যার সমাধানে কার্যকর কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি।

বক্তারা সিলেট অঞ্চলে জলাবদ্ধতা ও বন্যা সমস্যার স্হায়ী সমাধান, বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের জন্য সবাইকে সোচ্চার হওয়ার জন্য সবার প্রতি শআহ্বান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ