গোয়াইনঘাটে ইউরোপ জমিয়তের ঢেউটিন বিতরণ

প্রকাশিত:মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ০৬:০৬

গোয়াইনঘাটে ইউরোপ জমিয়তের ঢেউটিন বিতরণ

সুরমাভিউ:-  বন্যায় ক্ষতিগ্রস্ত গোয়াইনঘাটের বাঘের সড়ক এলাকার ১০টি অসহায় পরিবারের মাঝে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ শাখার অর্থায়নে ও গোয়াইনঘাট উপজেলা জমিয়তের ব্যবস্থাপনায় ঢেউটিন বিতরণ সম্পন্ন হয়েছে।

২৫ জুন (মঙ্গলবার) বিকাল ৫টায় গোয়াইনঘাট উপজেলার বাঘের সড়ক বাজারে লাতু মাদ্রাসার মুহতামিম মাওলানা শামসুদ্দিনের সভাপতিত্বে  ঢেউটিন বিতরণ করা হয়।

যুব জমিয়ত গোয়াইনঘাট উপজেলার সাংগঠনিক সম্পাদক হাফিজ সুহাইল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সেক্রেটারি ও পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ। তিনি বলেন, আকস্মিক এই বন্যার ভয়াবহ চিত্র দেখে ইউরোপ জমিয়তের নেতৃবৃন্দ এই সহযোগিতা পাটান। তারা বিভিন্ন দুর্যোগে ও উৎসবে দেশের মানুষের পাশে থাকেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের সহ-সম্পাদক আবু তালহা তোফায়েল, গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি ইকরামুল হক জাবের, বাঘেরসড়ক জামে মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আহমদ সহ এলাকার মান্যবর ব্যক্তিবর্গ।

এ সংক্রান্ত আরও সংবাদ