১৪ জেলায় এসপি বদলি, সিলেটের নতুন পুলিশ সুপার আব্দুল মান্নান

প্রকাশিত:রবিবার, ২৩ জুন ২০২৪ ০২:০৬

১৪ জেলায় এসপি বদলি, সিলেটের নতুন পুলিশ সুপার আব্দুল মান্নান

সুরমাভিউ:-  বাংলাদেশ পুলিশের ১৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করে নতুনদের দায়িত্ব দেওয়া হয়েছে। সিলেটের নতুন পুলিশ সুপার আব্দুল মান্নান। বর্তমান সিলেটের পুলিশ সুপার নতুন কর্মস্থল উপ পুলিশ কমিশনার,ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

Screenshot 20240623 141638 Chrome - BD Sylhet News

        নতুন সিলেট জেলা পুলিশ সুপার 

জেলা গুলো হচ্ছে – সিলেট, যশোর, মাদারীপুর, কুষ্টিয়া, রংপুর, কুমিল্লা, পটুয়াখালী, বরগুনা, বগুড়া, ফেনী, পাবনা, টাঙ্গাইল, নীলফামারী, সুনামগঞ্জ।

রোববার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করে এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

প্রজ্ঞাপনে এসপি সমমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জন নতুন জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন। অপরএকজন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বদলির কারণ জানানো হয়নি। বদলি কার্যক্রমটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

Screenshot 20240623 135937 Gallery - BD Sylhet News

Screenshot 20240623 135943 Gallery - BD Sylhet News

এ সংক্রান্ত আরও সংবাদ