বানভাসি শতাধিক মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করলেন আনসার-ভিডিপি
প্রকাশিত:রবিবার, ২৩ জুন ২০২৪ ০৭:০৬
সুরমাভিউ:- সুনামগঞ্জে শতাধিক বানভাসি মানুষের মধ্যে উপহার দিলেন আনসার-ভিডিপি, রবিবার সকালে ওয়েজখালি আনসার-ভিডিপি সৈনিক ব্যারাকে বানভাসি মানুষের মধ্যে ও পাশের আরেক টি আশ্রয় কেন্দ্রে থাকা মানুষজনের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রীরূপে মধ্যে ছিল চাল- ৩ কেজি, ডাল- ১/২ কেজি, তেল- ১/২ লিটার, আলু- ১ কেজি, সাবান – ১টা (২০/-), স্যালাইন – ২ টা, মোম বাতি – ১ টা, বিস্কুট – ১ প্যাকেট ( ১০/-), দিয়াশলাইঃ ১টি।
এসময় উপমহা পরিচালক( সিলেট রেঞ্জ) মোঃ আব্দুল আউয়াল বলেন সুনামগঞ্জের বানভাসি মানুষের দুঃখ কষ্টের সাথে আনসার-ভিডিপি একাত্নতা প্রকাশ করে সামান্য কিছু উপহার নিয়ে আপনাদের কাছে এসেছি, অতি বৃষ্টি আর পাহাড়ি ঢলে ঈদের রাত থেকেই মানুষজন কষ্টের মধ্যে আছে বাসা বাড়িতে পানি উঠছে যতদিন না বাসা বাড়ি থেকে পানি নামবে আনসার-ভিডিপি সৈনিক ব্যারাকে আপনারা নিরাপদে থাকবেন। ইনশাআল্লাহ আমরা আনসার-ভিডিপি আপনাদের সাথে থাকবে।
এ সময় উপস্তিত ছিলেন উপমহাপরিচালক (অপারেশন্স) মো. ফখরুল আলম, পরিচালক (২৪ আনসার ব্যাটালিয়ন) মুহাম্মদ মেহেদী হাসান, জেলা কমান্ড্যান্ট (সিলেট) আলী রেজা রাব্বী, জেলা কমান্ড্যান্ট (সুনামগঞ্জ) কামরুজ্জামান ও বিভিন্ন উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।