২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ২৩ জুন ২০২৪ ০৮:০৬
সুরমাভিউ:- সিলেটের জালালাবাদ থানাধীন শাহজালাল সেতুর এপ্রোচ সড়ক সংগল্ন উত্তর-পূর্ব দিকে অবস্থিত তেমুখী শেখপাড়াস্থ অধ্যাপক এম. শফিকুর রহমানের জমিতে ভাড়াটিয় হিসেবে গ্যারেজ (মহানগর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ) এর প্রবেশমুখে সরকারি জায়গায় পাকা দেয়াল নির্মাণ করে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে এক দল দুষ্কৃতকারী। ঘটনাটি ঘটেছে গত ২৪/০৩/২৪ইং তারিখে।
এ ব্যাপারে ভূমির লিজ গ্রহিতা সিলেট জেলার জালালাবাদ থানাধীন চরুগাঁও গ্রামের মরহুম মোঃ আয়াত উল্লার ছেলে এম. শফিকুর রহমান গত ১৯ জুন বুধবার অবৈধ ভাবে নির্মিত দেয়াল দ্রুত অপসারণ করে যানবাহন ও জনগণের চলাচল নিশ্চিত করা এবং লিজ আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য সিলেট সড়ক বিভাগের সড়ক ও জনপদ (সওজ)’র নির্বাহী প্রকৌশলী বরাবরে লিখিত আবেদন জমা দিয়েছেন।
আবেদনে উল্লেখ করা হয়, দরখাস্তকারী অধ্যাপক এম. শফিকুর রহমান একজন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক। তিনি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজ থেকে দীর্ঘ সাড়ে তেত্রিশ বছর শিক্ষকতা করার পর ২০১২ সালে অবসর গ্রহণ করেন। এছাড়াও তিনি সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২১ ও ২০২২ সালে ২ বছরের নির্বাচিত সভাপতি ছিলেন। বর্তমানে হার্টে বাইপাস অপারেশন করায় শারীরিক ভাবে বিভিন্ন অসুবিধার মধ্যে আছেন।
সিলেট সড়ক বিভাগাধীন ৩য় হযরত শাহজালাল (রহ) সেতুর এপ্রোচ (উত্তরাংশ) সড়কে মৌজা- কুমারগাঁও, জেএল নং-৮০, দাগ নং- ৩৩৯৬ ও ৩৩৯৭ (আংশিক) এর উপর দিয়ে আস যাওয়ার সংযোগ সড়ক নির্মাণ সওজ অধিগ্রহনকৃত ১.১০ শতক ভূমি ও অবশিষ্ট খালি জায়গায় গাছ রোপন করার জন্য ২০০৯ সালে লিজ গ্রহণ করে লিজ গ্রহিতা অধ্যাপক এম. শফিকুর রহমান গ্রহণ গাছ রোপন করেছেন।
বর্ণিত ভূমি বৈধ ভাবে ২০০৯ সাল থেকে দরখাস্তকারী মালিকানা জমিতে জনগণের যাতায়াতের জন্য লিজ গ্রহণ করেন এবং নিজ খরচে কালভার্ট নির্মাণ করে যথাযথ ভাবে রাস্তা ব্যবহার করে আসছেন। ২০২১ সাল পর্যন্ত লিজ চলমান অবস্থায় লিজ গ্রহিতা এম. শফিকুর রহমান তা ১০ বছর মেয়াদে নবায়নের জন্য ২৬/০৬/২০১৯ ইং তারিখে আবেদন করেন। পরবর্তীতে সড়ক ও জনপদের কথা মোতাবেক আবারো ২৭/০২/২০২৪ তারিখে নবায়নের জন্য আবেদন করেন। পরে আবার তাদের কথা মত নতুন ভাবে ১০ বছরের জন্য ১৭/০৪/২০২৪ ইং তারিখে নবায়নের জন্য আবেদন করি। কিন্তু ২০১৯ সালের দাখিলকৃত আবেদনটি আজও নিষ্পত্তি হয়নি।
এখানে উল্লেখ্য, সরকারি মালিকানাধীন উক্ত জমির পাশ^বর্তি দরখাস্তকারী এম শফিকুর রহমানের মালিকানাধীন জমি রয়েছে। উক্ত জমিতে ভাড়াটিয় হিসেবে গ্যারেজ (গাড়ি মেরামত ওয়ার্কসপ), দোকান কোঠা রয়েছে। ভাড়াটিয়া হিসেবে উক্ত গ্যারেজের সাথে ২০/২৫ পরিবারের জীবিকা উপার্জনের বিষয়টি জড়িত।
এম শফিকুর রহমান লিজ গ্রহণ করার পরে সওজ এর মালিকানধীন উক্ত জমিতে জনসাধারণের চলাচলের উপযোগী করার জন্য ২০০৯ সালে লিজ গ্রহণ করে নিজ খরচে কালভার্ট নির্মাণ ছাড়াও কিছু বৃক্ষ রোপণ করেছেন। সম্প্রতি গত ২৪/০৩/২৪ইং তারিখে দরখাস্তকারী এম শফিকুর রহমানের লিজকৃত উপরোক্ত ভূমিতে নির্মিত রাস্তাটি কতিপয় ব্যক্তি বেআইনি ভাবে দখল করার চেষ্টা করে, তথায় সরকারি অধিগ্রহণকৃত রাস্তায় দেয়াল নির্মাণ করে চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয় আরো স্থাপনা নির্মাণের চেষ্টা চালায়। তখন রাস্তার পাশে লাগানো গাছের ডাল কেটে ক্ষতি সাধন করে। দরখাস্তকারী উক্ত দেয়ালটি সরিয়ে সরকারি রাস্তায় চলাচলের সুবিধার জন্য অত্র অফিসে বারবার যোগাযোগ করেও কোন প্রতিকার পাইনি।
লিজ গ্রহিতা ও দরখাস্তকারী এম শফিকুর রহমান অবৈধ স্থাপনা অপসারণ করে চলাচলের ব্যবস্থা করে দেয়ার এবং লিজ নবায়নের আবেদন ত্বরান্নিত করে, গ্যারেজ (ওয়ার্কাসপ) ও দোকান পাটের চলাচলের সুবিধা নিশ্চিত করার দাবী জানিয়েছেন। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766