৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ২২ জুন ২০২৪ ০৭:০৬
সুরমাভিউ:- খাদ্য সামগ্রী নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন রোটারি ক্লাব অব সিলেট নর্থ। ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যায় বিপর্যস্থ হয়ে পড়েছে সিলেটের সবকটি উপজেলা। বন্যায় উপজেলার সাধারণ মানুষ অনেকটা দিশেহারা হয়ে পড়েছেন। এমন দুর্যোগময় পরিস্থিতিতে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী নিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ক্ষতিগ্রস্ত এসব বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন ক্লাবের সদস্যরা।
গত বৃহস্পতিবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিগাঁও ইউনিয়নের কচুয়ারপার গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনা খাবার (চিড়া, গুড়), মোমবাতি, দিয়াশলাই, সাবান ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে রোটারি ক্লাব অব সিলেট নর্থের সেক্রেটারি তুহিন আহমদ বলেন, সিলেটে বন্যার কারণে কষ্টে আছেন বানভাসিরা। তাদের কষ্ট কিছুটা লাঘব করতে আমরা তাদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র চেষ্টা করেছি। আমাদের বিশ্বাস সকলের সহযোগিতায় বন্যা বিধ্বস্ত সিলেট দ্রুতই ঘুরে দাঁড়াবে। আমরা ক্লাবের পক্ষ থেকে ১০০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছি। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
রোটারি ক্লাব অব সিলেট নর্থের ইলেক্ট প্রেসিডেন্ট (২০২৪-২৫) প্রকৌশলী পনির আলম হাওলাদার বলেন, খাদ্যসামগ্রী বিতরণ করতে এসে মানুষের দুর্ভোগ দেখে খুবই কষ্ট লেগেছে। আমাদের খাদ্য বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি বন্যা পরবর্তী সময়েও বানভাসিদের পাশে থাকার জন্য আমরা কাজ করে যাবে।
খাদ্য সহায়তা বিতরণ কালে উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অব সিলেট নর্থের প্রেসিডেন্ট সালেহ আহমদ, আইপিপি চান মিয়া, ট্রেজারার কাজী ওমর ফারুক, সদস্য জীবন আলম হাওলাদার, নাসির সিরাজী প্রমুখ। – বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766