২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ২১ জুন ২০২৪ ০৭:০৬
সুরমাভিউ:- সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ বন্যায় ক্ষতিগ্রস্তদের কেউ দুশ্চিন্তা করবেন না। সবরকমের সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আপনাদের পাশে রয়েছে। তিনি বলেন, বন্যার্তরা আমাদের আপনজন। দেশি কিংবা প্রবাসী যে যেভাবে পারেন তাদেরকে সর্বোচ্চ সহায়তা করেন। অল্পসময়ে দুর্যোগ কেটে যাবে, কিন্তু আপনাদের সাহায্য সহযোগিতার কথা তারা আজীবন মনে রাখবেন।
গতকাল শুক্রবার (২১জুন) বিকেলে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে সিলেট জেলা পরিষদের উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য মাওলানা মোসাদ্দেক আহমদ, সদস্য ফয়জুল ইসলাম ফয়সল, সদস্য খছরুল হক, সদস্য ইফজাল আহমদ চৌধুরী, চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী, শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুর উদ্দিন, বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিহাব আহমদ প্রমুখ।
এদিকে, গত বৃহস্পতিবার দিনব্যাপী সিলেটের গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান। এ সময় তিনি বলেন, দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও ঈমানী দায়িত্ব। এ সময়ে নিজে ভালো থাকলে হবেনা, বন্যায় ক্ষতিগ্রস্তদেরও ভালো রাখতে হবে। এতে সরকারের পাশাপাশি সমাজের দানশীল ব্যক্তিরা এগিয়ে আসলে বন্যার্ত মানুষ উপকৃত হবেন।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সদ্বীপ কুমার সিংহ, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান, সদস্য সুভাস দাস, সদস্য মাওলানা মোসাদ্দেক আহমদ, সদস্য তামান্না আক্তার হেনা, সদস্য শাহজান মিয়া, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আছলম, দিঘীরপার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম চৌধুরী, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. নিজাম উদ্দিন, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: লোকমান উদ্দিন শিকদার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী সুমন, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হেকিম শামীমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার বিশিষ্টজন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766