মৌলভীবাজারে বন্যার পানিতে ডুবে ২ জনের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত:বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ ০৭:০৬

মৌলভীবাজারে বন্যার পানিতে ডুবে ২ জনের মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পশ্চিম শ্যামেরকোনা এলাকায় বন্যার পানিতে ডুবে দুই জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০জুন) সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে।
হ্নদয় আহমদ সদর উপজেলার পশ্চিম শ্যামেরকোনা গ্রামের জমির আলীর ছেলে ও সাদি মিয়া একই গ্রামের ফছল মিয়ার ছেলে সে শ্যামেরকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।
তাৎক্ষনিক মৌলভীবাজার জেলা প্রশাসকের পক্ষ থেকে দুজনর পরিবারকে ২৫ হাজার করে ৫০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল বুধবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর বাঁধ ভেঙ্গে পানি মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনী ঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রাম প্লাবিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ