সিলেটে ট্রাকে থাকা পাথরের নিচ থেকে ২০০ বস্তা চিনি উদ্ধার, আটক ২

প্রকাশিত:শুক্রবার, ১৪ জুন ২০২৪ ১১:০৬

সিলেটে ট্রাকে থাকা পাথরের নিচ থেকে ২০০ বস্তা চিনি উদ্ধার, আটক ২

সুরমাভিউ:-  সিলেটে ট্রাকে থাকা পাথরের নিচে করে চিনি বহন করার সময় ২০০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুরে শাহপরাণ (রহঃ) থানার সুরমা গেইট বাইপাস এলাকা থেকে উদ্ধার করা হয়। এসময় চিনি বহনের সাথে জড়িত ট্রাক ড্রাইভার ও সহযোগীকে আটক করে থানা পুলিশ।

তারা হলেন, রাজশাহী জেলার বেলপুকুরিয়া গ্রামের দুরুল হুদার ছেলে মো. সালাউদ্দিন (২৮) ও একই জেলার বহরমপুর গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে মো. মহাশিন (২৪)।

পুলিশ জানায়, হরিপুর থেকে উপরে পাথর দিয়ে ভিতরে ভারতীয় চিনি সিলেট শহরের দিকে আসছে এমন গোপন তথ্যের ভিত্তিতে শাহপরাণ (রহঃ) থানার সুরমা গেইট বাইপাস এলাকায় চেকপোষ্ট পরিচালনা করে থানা পুলিশ। দুপুর ১২ টা ১৫ মিনিটের দিকে একটি ট্রাককে থামানোর সিগন্যাল দিলে সিগন্যাল অমান্য করে দ্রুতবেগে পালানোর চেষ্টা করে। এসময় ট্রাকটির পিছু ধাওয়া করে ট্রাকসহ ২ জন ব্যক্তিকে আটক করা হয়।

পরে গাড়ি তল্লাশী করে পাথরের নিচে থাকা ২০০ বস্তা চিনি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১১ লক্ষ ৭৬ হাজার টাকা।

শাহপরাণ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ