চিনিকাণ্ডে বিলুপ্ত বিয়ানীবাজার ছাত্রলীগের দুই ইউনিট

প্রকাশিত:শুক্রবার, ১৪ জুন ২০২৪ ০৯:০৬

চিনিকাণ্ডে বিলুপ্ত বিয়ানীবাজার ছাত্রলীগের দুই ইউনিট

সুরমাভিউ:-  সিলেটে চিনিকাণ্ডে জেলা ছাত্রলীগের দুটি ইউনিটকে বিলুপ্ত করা হয়েছে। দুটিই বিয়ানীবাজারের। একটা উপজেলা শাখা আর অপরটি পৌরশাখা।

শুক্রবার (১৪ জুন) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এ দুটি ইউনিটকে বিলুপ্ত ঘোষণা করেন।

তাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শাখা দুটির নেতৃবৃন্দ সংগঠনের শৃঙ্খলা, মর্যাদাহানীকর এবং অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে বিয়ানীবাজার উপজেলা শাখা ও পৌর শাখার কমিটি বিলুপ্ত করা হলো।

এর আগে গত ৮ জুন বিয়ানীবাজারে সরকারি নিলাম থেকে কেনা ২৪ লাখ টাকার চিনি লুটের ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মী জড়িত থাকার অভিযোগ উঠে। মোট ৫জনকে গ্রেফতার করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ