৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ০৮:০৬
সুরমাভিউ:- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ডাকাতিবাড়ী থেকে মাদক সম্রাট কালা মিয়া(৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। সে উপজেলার তেলিখাল ইউনিয়নের ডাকাতিবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) আসাদুল ইসলাম, এসআই (নিঃ) অজয় চন্দ্র রায় ও এএসআই কানন কুমার দাসসহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় তেলিখাল ইউনিয়নের ডাকাতিবাড়ী গ্রামের মাদক ব্যবসায়ী কালা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এ সময় তার ঘরে তল্লাশী করে ২৮৮ বোতল ভারতীয় অফিসার’স চয়েজ মদ জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিশ্বনাথ থানায় আগেও একটি মামলা রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার মিডিয়া অফিসার এসআই মাসুদ জানান সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া মাদকের প্রসার রোধ ও মাদক পরিবহন ও ব্যবসার সাথে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে জেলা পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766