মৌলভীবাজারে ৫ হাজার গরীব অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ০৮:০৬
নিজস্ব প্রতিবেদক:- প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পবিত্র ঈদ-উল-আযহা ২০২৪ উদযাপন উপলক্ষে দোস্ত ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। এর মধ্যে ভিজিএফ ৪ হাজার ৬শ ২১ জন ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন ৮শ জন।
বৃহস্পতিবার (১৩ জুন) সকালে মৌলভীবাজার পৌরসভার আয়োজনে পৌর জনমিলন কেন্দ্রে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।