মৌলভীবাজারে ৫ হাজার গরীব অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ০৮:০৬

মৌলভীবাজারে ৫ হাজার গরীব অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ
নিজস্ব প্রতিবেদক:-  প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পবিত্র ঈদ-উল-আযহা ২০২৪ উদযাপন উপলক্ষে দোস্ত ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। এর মধ্যে ভিজিএফ ৪ হাজার ৬শ ২১ জন ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন ৮শ জন।
বৃহস্পতিবার (১৩ জুন) সকালে মৌলভীবাজার পৌরসভার আয়োজনে পৌর জনমিলন কেন্দ্রে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।
মৌলভীবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ মকিউর রহমানের সঞ্চালনায় চাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান।

এ সংক্রান্ত আরও সংবাদ