বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীরা ইসলামি আন্দোলনে যোগদান

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ০৯:০৬

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীরা ইসলামি আন্দোলনে যোগদান

সুরমাভিউ:-  ইসালামি আন্দোলন বাংলাদেশের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীদের ইসলামি আন্দোলনে যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৩ জুন) জকিগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে উপজেলা প্রেসক্লাবে এক যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (এল.এল.বি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা আমীর উদ্দিন, জেলা সেক্রেটারী আলহাজ্ব হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন।

যোগদান অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার অফিস সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা শাখর সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম এর নেতৃত্বে বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রাথমিক সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ