সুনামগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন

প্রকাশিত:বুধবার, ১২ জুন ২০২৪ ০৭:০৬

সুনামগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন

সুনামগঞ্জ প্রতিনিধি:-  শিশু শ্রম বন্ধ করি,প্রতিশ্রুতি রক্ষা করি এই শ্লোগান-কে সামনে রেখে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ এরিয়া প্রোগাম’র আয়োজনে পৌর শহরের আর্দশ শিশু শিক্ষা নিকেতনে এই সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া।

আর্দশ শিশু শিক্ষা নিকেতন’র অধ্যক্ষ হাফেজা ফেরদোস’র সভাপতিত্বে জেলা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, পৌর সভার প্যানেল মেয়র আহমেদ নূর, উদিচি’র সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ রিপোর্টার ইউনিটির সাভাপতি মো.বুরহান উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জের এপি ভারপ্রাপ্ত ম্যানাজার উত্তম চক্রবর্তী, চাইল্ড প্রোটেকশন অফিসার অপূর্ব চিসিম।

এসময় বক্তারা বলেন শিশুদের দিয়ে শিশুশ্রম বন্ধ করাতে হবে।তাদের স্কুলে পাঠাতে হবে।শিশুদের সঠিকভাবে গড়ে তোলার পাশাপাশি তাদের নৈতিক শিক্ষা দিতে হবে।এছাড়াও শিশুশ্রম বন্ধে সঠিক আইন প্রয়োগ করতে হবে।শিশুশ্রম বন্ধে সমাজে সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ