ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান

প্রকাশিত:বুধবার, ১২ জুন ২০২৪ ১১:০৬

ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান

সুরমাভিউ:-  দক্ষিণ সুরমার ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ দয়াল উদ্দিন তালুকদার, ২নং ওয়ার্ড সদস্য আব্দুল মালিক হান্নান ও যুক্তরাজ্য প্রবাসী কামাল আহমদ বাবুলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১২ জুন) দুপুরে বিদ্যালয় হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল আহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্বোয়াজিদুল হক তুহিন।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান হাজী মোঃ দয়াল উদ্দিন তালুকদার, ২নং ওয়ার্ড সদস্য আব্দুল মালিক হান্নান ও যুক্তরাজ্য প্রবাসী কামাল আহমদ বাবুল।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রোটারি ক্লাব অব সিলেট সিটি’র প্রেসিডেন্ট রোটারিয়ান এসএ শফি।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্রেষ্ট প্রদান করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ