২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ১১ জুন ২০২৪ ০২:০৬
জগন্নাথপুর প্রতিনিধি:- অধিক সংখ্যক মামলা নিষ্পত্তি ও গ্রেফতারি পরোয়ানা তামিল করে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখায় সুনামগঞ্জ জেলার প্রশংসিত এস আই নির্বাচিত হয়েছেন জগন্নাথপুর থানার এস আই মিজানুর রহমান।
দুপুরে সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভায় তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার মো. এহসান শাহ, পিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নাতি প্রাপ্ত)।
উল্লেখ্য, মামলার রহস্য উদঘাটন, চুরির মালামাল উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার, সর্বোচ্চ গ্রেফতারি পরোয়ানা তামিল করে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখায় ২০২৪ সালের মে মাসের জন্য জগন্নাথপুর থানার এস আই প্রশংসিত এস আই নির্বাচিত করা হয়। এর আগে ২০২৩ সালের জুলাই হতে সেপ্টেম্বর পর্যন্ত আনুপাতিক হারে অধিক সংখ্যক মামলা নিষ্পত্তি ও গ্রেফতারি পরোয়ানা তামিল করে আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখায় পুলিশ সুপার সুনামগঞ্জ (অতিরিক্ত ডিআইজি) সুনামগঞ্জ হিসেবে বিশেষ পুরস্কার মিজানুর রহমান হাতে তুলে দেন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766