মৌলভীবাজারে ৩জন গুলিবিদ্ধ’র ঘটনার মামলায় ৩ আসামীর জামিন নামঞ্জুর
প্রকাশিত:সোমবার, ১০ জুন ২০২৪ ০৭:০৬
নিজস্ব প্রতিবেদক:- মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই বাজারে ৩ ব্যক্তি গুলিবিদ্ধ’র ঘটনায় ৩ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১০ জুন) সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জগলুল হক উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
মামলা ও এজাহার সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই বাজারে চলতি বছরের গত রমজান মাসে (৬ এপ্রিলে) দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হলে এ ঘটনায় একপক্ষের ৩ জন গুলিবিদ্ধ হন।
এই ঘটনার প্রেক্ষিতে গোরারাই গ্রামের ফরহাদ চৌধুরী(২৭) বাদী হয়ে হলিমপুর গ্রামের রিপন মিয়াকে প্রধান আসামী করে ২৩ জনের নাম উল্লেখ করে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১১ তারিখ ৮ এপ্রিল২০২৪ইং।
পরবর্তীতে দায়েরকৃত মামলার ১৬জন আসামী মৌলভীবাজার আদালত থেকে জামিন লাভ করেন এবং ৭জন আসামী গত ২৯ মে ২৪ইং তারিখে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন।
এদিকে উচ্চ আদালত থেকে আগাম জামিন গ্রহণের মেয়াদ (১০ জুন) সোমবার জামিনের মেয়াদ শেষ হলে মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতে আসামীগন স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। আসামিকে নির্দোষ দাবি করেন তাঁদের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জগলুল হক ৭জন আসামীর মধ্যে ৩ জন আসামীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।