টিলা ধসে ৩ জন নিহত হওয়ার দায় সংশ্লিষ্টরা এড়াতে পারেন না: বাসদ

প্রকাশিত:সোমবার, ১০ জুন ২০২৪ ১০:০৬

টিলা ধসে ৩ জন নিহত হওয়ার দায় সংশ্লিষ্টরা এড়াতে পারেন না: বাসদ

সুরমাভিউ:-  বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পাল ১০ জুন সোমবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে,আজ সিলেট নগরীর মেজরটিলাস্থ চামেলীবাগ আবাসিক এলাকায় টিলা ধসে একই পরিবারের শিশুসহ তিনজন নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে নিহতদের পরিবার- স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, টিলা ধসে মৃত্যুর ঘটনা নতুন নয়।পাহাড়-টিলা নির্বিচারে কাঁটার ফলে এরকম ধসের ঘটনা ঘটে।মূলত শাসক শ্রেণীর দলের লোকেরা এসব পাহাড়-টিলাসহ প্রাণ-প্রকৃতি ধ্বংসের জন্য দায়ী। পরিবেশ অধিদপ্তরসহ অন্য প্রতিষ্ঠানগুলোও এর দায় কোনভাবেই এড়াতে পারেন না।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এবারের বৃষ্টি মৌসুম শুরু হলে পাহাড় কিংবা টিলার মধ্যে বসবাসরত মানুষদের নিরাপদ স্থানে সরানো কিংবা সচেতন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ পরিবেশ অধিদপ্তরসহ কোন প্রতিষ্ঠান করেনি। তাই মেজরটিলার টিলা ধসে হতাহতের দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের।

নেতৃবৃন্দ টিলা ধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ