মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪ ০৬:০৬

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:-  বৃহস্পতিবার (০৬ জুন) সকাল ১০ ঘটিকায় মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলার  পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার) ।
পুলিশ সুপার পর্যায়ক্রমে কল্যাণ সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমাধানের যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এরপর তিনি উপস্থিত অফিসার ও ফোর্স এর উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
কল্যাণ সভা সঞ্চালনা করেন দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার, কুলাউড়া সার্কেল, মৌলভীবাজার।
মাসিক কল্যাণ সভা শেষে মে ২০২৪ এর  কর্ম মূল্যায়নে বিভিন্ন বিষয়ে পুরস্কার প্রাপ্তদের হাতে পুলিশ সুপার  পুরস্কার তুলে দেন।
পুরস্কার প্রাপ্তরা হলেনঃ শ্রেষ্ঠ থানাঃ বিনয় ভূষণ রায়, অফিসার ইনচার্জ, শ্রীমঙ্গল থানা,শ্রেষ্ঠ এসআইঃ সুব্রত চন্দ্র দাস, এসআই (নিঃ) শ্রীমঙ্গল থানা।
শ্রেষ্ঠ সার্জেন্টঃ মোস্তাফিজুর রহমান, সার্জেন্ট, সদর ট্রাফিক, নীলফামারী, শ্রেষ্ঠ সিএসআই কৃষ্ণ কমল ভৌমিক, এসআই (নিঃ), সদর কোর্ট। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নাজমুল হোসেন, এএসআই (নিঃ), শ্রীমঙ্গল থানা। শ্রেষ্ঠ জিআরও মোঃ কবির হোসেন, এএসআই (নিঃ), শ্রীমঙ্গল কোর্ট।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)  মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)  মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান, জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জগণসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ