২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪ ০৯:০৬
সুরমাভিউ:- সিলেট মহানগরের হযরত মানিকপীর (রহ.) কবরস্থানের পাশে আবুল হাসান সাবিল (২৬) কে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় শাহীন( ১৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুন) বিকালে মহানগরের সাপ্লাই এলাকা থেকে শাহীনকে আটক করা হয়।
গ্রেফতারের বিষয়টি জৈন্তাবার্তাকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ। তিনি বলেন, খবর পাওয়ার পর পর আমি ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি। পরে মানিকটিলার আশাপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। সেই ফুটেজ থেকে আমরা আসামি শনাক্ত করে গ্রেফতার করেছি।
এর আগে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মহানগরের হযরত মানিকপীর (রহ.) কবরস্থানের পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766