লালাবাজার ইউনিয়ন যুব সমাজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪ ০৭:০৬

লালাবাজার ইউনিয়ন যুব সমাজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সুরমাভিউ:-  দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের কৃতি সন্তান, সাবেক সংসদ সদস্য পীর হবিবুর রহমানের পুত্র অলিউর রহমান ও সদস্য সমাপ্ত দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গত ৫ জুন বুধবার বাদ মাগরিব লালাবাজারস্থ একটি অভিজাত কনভেনশন হলে লালাবাজার ইউনিয়ন যুব সমাজ আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী আলমাছ আহমদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহিদ হোসেন।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন অলিউর রহমান ও জুয়েল আহমদ।

লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন রাসেলর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন লালাবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রওশন আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা লায়েক আহমদ জিকু, ইউনিয়ন যুবলীগ সভাপতি নিজাম আহমদ, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, শ্রমিক নেতা হারিছ আলী, ইউপি সদস্য লোকমান আহমদ, সাবেক মেম্বার সিরাজ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী প্রমুখ।

অনুষ্ঠান শেষে লালাবাজার ইউনিয়ন যুব সমাজের পক্ষ থেকে সংবর্ধিতদের ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ