ছাতক উপজেলা যুবলীগের পক্ষ থেকে সুনামগঞ্জ সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান খাইরুল হুদা চপলকে অভিনন্দন

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪ ০৯:০৬

ছাতক উপজেলা যুবলীগের পক্ষ থেকে সুনামগঞ্জ সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান খাইরুল হুদা চপলকে অভিনন্দন

সুরমাভিউ:-  সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় বার বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নবনির্বাচিত চেয়ারম্যান খায়রুল হুদা চপলকে ছাতক উপজেলা যুবলীগের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন।

বৃহস্পতিবার সকালে তার নিজ বাসভবনে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলকে অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট।

ফুলের তুড়া হাতে দিয়ে শুভেচ্ছা জানান ছাতক উপজেলা যুবলীগ  নেতা ও  তরুণ ব্যবসায়ী নুরুজ্জামান চৌধুরী সম্রাট। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্ত রাজ্য টাওয়ার হ্যামলেট্স যুবলীগের সভাপতি সেলিম আহমেদ, সদর উপজেলা যুবলীগের সভাপতি শেখ আহসান উজ্জ্বল, ছাতক উপজেলা যুবলীগ নেতা কামাল মৃধা,জমির হোসেন পাবেল,সায়েদ আহমদ বাবলু প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ