১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪ ০৯:০৬
সুরমাভিু:- ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর ৪টি ধাপে সিলেট জেলার ১২টি উপজেলা পরিষদের নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এসব উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের যেসব নেতৃবৃন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাদের অভিনন্দন জানিয়েছে সিলেট জেলা আওয়ামী লীগ।
নির্বাচিত এসব আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন সিলেট সদর উপজেলা পরিষদে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক সুজাত আলী রফিক, কানাইঘাট উপজেলা পরিষদে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মস্তাক আহমদ পলাশ, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ মজির উদ্দিন, জকিগঞ্জ উপজেলা পরিষদে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য লোকমান উদ্দিন চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আনহার মিয়া, গোলাপগঞ্জ উপজেলা পরিষদে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এম কে শাফি চৌধুরী এলিম, জৈন্তাপুর উপজেলা পরিষদে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, বিয়ানীবাজার উপজেলা পরিষদে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লব, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগ নেতা আশফাকুল ইসলাম শাব্বির।
জনগনের প্রত্যক্ষ ভোটে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিভিন্ন উপজেলা পরিষদে নির্বাচিত এসব চেয়ারম্যানদের এক অভিনন্দন বার্তায় সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এমপি এবং সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচিত উপজেলা চেয়ারম্যানবৃন্দ প্রত্যেকে তাদের নিজ নিজ এলাকার জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবেন ইনশাআল্লাহ।
এছাড়াও অভিনন্দন বার্তায় অন্যান্য উপজেলায় নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানদেরও অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
একই সাথে সিলেটের গণতন্ত্র মনা জনগণ উপজেলা পরিষদ নির্বাচনে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজ নিজ উপজেলায় তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করায় সর্বস্তরের সম্মানিত সকল ভোটারদের প্রতিও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766