হােল্ডিং ট্যাক্স আরোপ নিয়ে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নাগরিকদের মতবিনিময় সভা

প্রকাশিত:মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ০৬:০৫

হােল্ডিং ট্যাক্স আরোপ নিয়ে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নাগরিকদের মতবিনিময় সভা

সুরমাভিউ:-  সিলেট সিটি করপোরেশন কর্তৃক একতরফা ভাবে অতি উচ্চহারে হোল্ডিং ট্যাক্স আরোপের প্রতিবাদে এবং অযৌক্তিক, গণবিরোধী কর আরোপের সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিল করার দাবী জানিয়ে সিলেট সিটি কর্পোরেশনের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সর্বস্থরের নাগরিকবৃন্দ।

সোমবার ১৩ মে রাতে নগরীর মদিনা মার্কেট এলাকায় একটি অভিজাত হোটেলে স্থানীয় বিশিষ্ট মুরব্বী হাজী খলিলুর রহমান খানের সভাপতিত্বে ও আব্দুল বাছিত মহসিনের পরিচালনায় সিলেট সিটি কর্পোরেশনের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সর্বস্থরের নাগরিকবৃন্দ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় মুরব্বী এডভোকেট আব্দুল মুকিত জাহাঙ্গীর, হাজী আমির হোসেন, আব্দুর রাজ্জাক রাজন, আব্দুল মানিক (মানিক মিয়া), হাজী সেলিম আহমদ, ময়নুল হোসেন, আব্দুল জব্বার শাহি, রাসেল আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, গণবিরোধী একটি আদেশ জনগণের উপর চাপিয়ে দিলে জনগণ তা মেনে নিবে না। মেয়রের প্রতি অনুরোধ সাধারণ জনগণের কথা চিস্তা করে হোল্ডিং ট্যাক্স সিদ্ধান্ত গ্রহণের। সবার সাথে আলাপ আলোচনা করে হোল্ডিং ট্যাক্স নির্ধারনের জন্য আহবান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ