২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ০৭:০৫
সুরমাভিউ:- সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক জনগণের উপর একলাফে ৫শ’গুণ বা তার ও চেয়ে বেশি হোল্ডিং ট্যাক্স (গৃহ কর) বৃদ্ধির নামে অন্যায্য-অযৌক্তিক দায় চাপিয়ে দেওয়ার প্রতিবাদে গতকাল (১৪ মে) সিলেটের কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা।
সাম্রাজ্যবাদী বিশ্বসংস্থার নীতি-নির্দেশে গ্যাস-বিদ্যুত-জ্বালানি, কৃষি ও গণপরিবহন রেল থেকে ভর্তুকি প্রত্যাহার করে দফায় দফায় মূল্য বৃদ্ধির পাশাপাশি লাগামহীন উর্দ্ধগতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, জিনিসপত্রের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে চলে গেছে। সেই তুলনায় মানুষের আয় বাড়েনি। মুদ্রাস্ফীতি-মূল্যস্ফীতি তথা সামগ্রিক দিক বিবেচনা করলে এক কঠিন সময় অতিক্রম করে চলছে দেশের জনগণ। বর্তমান বাজারে যখন বেঁচে থাকা দায় হয়ে পড়েছে সেখানে যদি করের বোঝা কয়েকশ গুণ বাড়িয়ে দেওয়া হয় তাহলে জনগণের উপর ‘মরার উপর খাড়ার গাঁ’ হয়ে দাঁড়াবে।
বক্তারা সিসিকের বিভিন্ন উন্নয়ন প্রকল্প তুলে ধরে বলেন, অনেক প্রকল্প যা বর্তমানে জনগণের নিতান্ত প্রয়োজনই নেই এই ধরনের অনেক প্রকল্প গ্রহণের মধ্য দিয়ে একদিকে যেমন রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ঠ হচ্ছে অন্যদিকে লুটপাটের পথ সুগম হচ্ছে। এ ধরনের প্রকল্পে সরকার দলীয়, নেতা-কর্মি, আমলারা যেন লুটপাটের এক মহা উৎসবে মিলিত হন। জনগণের ট্যাক্সের টাকায় জাতীয় ও জরুরী সমস্যাগুলোর স্থান পায়না।
সমাবেশ থেকে অনতিবিলম্বে নতুন এসেসমেন্ট স্থগিত না করে বাতিলের আহবান জানান।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766