জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের কার্যনির্বাহী কমিটির জরুরী সভা

প্রকাশিত:রবিবার, ১২ মে ২০২৪ ০৯:০৫

জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের কার্যনির্বাহী কমিটির জরুরী সভা

সুরমাভিউ:-  জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ মে) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ মিতালী ম্যানশনে মিসবাহ এয়ার সার্ভিসের কার্যালয়ে এই জরুরী সভার আয়োজন করা হয়।

জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের কার্যনির্বাহী কমিটির সভাপতি গিয়াস আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক সালাউদ্দিন বেলালের পরিচালনায় জরুরী সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট হাছান আহমদ, সহ-সভাপতি অধ্যক্ষ এম. এ রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক লুৎফুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ, উপ-দপ্তর সম্পাদক এডভোকেট শিব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক মিসবাউল করিম, সহ-ক্রীড়া সম্পাদক জগরুল ইসলাম, সদস্য সিনিয়র সাংবাদিক এম. এ হান্নান, ব্যাংকার ফখরুল ইসলাম, এডভোকেট তাজ উদ্দিন, মো: নজমুল ইসলাম প্রমুখ।

জরুরী সভায় আগামী বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বৃহত্তর জৈন্তিয়ার (কানাইঘাট, জৈন্তাপুর, গোয়ানইনঘাট, কোম্পানীগঞ্জ) চারটি উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রেসক্লাব সহ সর্বত্র বৃক্ষরোপন করার সিদ্ধান্ত গৃহিত হয়। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ