বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নুরুল হক খছরুর জানাজা সম্পন্ন

প্রকাশিত:শনিবার, ১১ মে ২০২৪ ০৭:০৫

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নুরুল হক খছরুর জানাজা সম্পন্ন

সুরমাভিউ:-  সৈয়দ নুরুল হক (খছরু) ওসমানীনগর উপজেলা সাদিপুর ইউনিয়নের লামা তাজপুর শেরপুরস্থ চৌধুরী বাড়ি নিবাসী। আওরঙ্গপুর তাজপুর গ্রামের বাসিন্দা। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন ৪নং সেক্টর প্রধান সি আর দত্ত’র সাথে বালাগঞ্জের শেরপুর, মৌলভীবাজার এলাকাসহ বিভিন্ন এলাকায় যুদ্ধে নিয়োজিত ছিলেন।

গত সোমবার (৬ মে) যুক্তরাজ্যের ওয়েস্ট সাফোক হাসপাতালে বাংলাদেশ সময় দুপুর ২ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার বাদ জুম্মা ইস্ট লন্ডন মসজিদে রাষ্ট্রীয়ভাবে বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হক খছরুর জানাজার নামাজ সম্পন্ন শেষে রংফুট স্টট মুসলিম গোরস্থানে  দাখন সম্পন্ন  করা  হয়েছে।

জানাজা নামাজে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনীম, লন্ডনের মেয়র এম কে সাদেক, লন্ডন টাওয়ার হেমলেটের সাবেক মেয়র মো: শাফি আহমদ, বিশিষ্ট রাজনীতিবীদ লন্ডনের কমিউনিটি নেতা মো: ফখরুল ইসলাম সুহেল, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি মকসুদ ইবনে আজিজ লামা, লন্ডন ক্রয়ডন সারে ওয়েলফেয়ারের সভাপতি এম মোসাব্বির, ভেরি ইউকের কাউন্সিলর ও মরহুমের ছেলে সৈয়দ ওমরুল হক, মেয়ে সৈয়দা সুমাইয়া হক, কমিউনিটি নেত্রী শোভা মতিন, মুক্তার আহমদ, সিলেট পৌর সভার সাবেক কমিশনার নজরুল ইসলাম, কবি নাসির উদ্দিন চৌধুরী হেলাল, বার্মিংহামের বিশিষ্ট শিল্পপতি এম জাকির হোসেন, লন্ডন সিটি ক্লাবের সভাপতি মো: জাকির হোসেন, ইউকের ওয়েলফেয়ার নেতা গোলজার আহমদ, ইউকের ব্যারিস্টার এম এ ওয়াহিদ, বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক নজরুল ইসলাম বাসন, লন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবীদ সৈয়দ জাবেদ ইকবাল, ইউকে হিকনী কাউন্সিলর বশির আহমদ কামাল, বিশিষ্ট রাজনীতিবীদ মামুন আহমদ, ইউকে কমিউনিটি নেতা এম এ মালেক, ইউকে ক্যাটারিং এসোসিয়েশনের সভাপতি ছালেম আহমদ, সাজ্জাদুর রহমান, সেলিম আলী আজাদ, সাবেক এমপি সেলিম উদ্দিন, বিশিষ্ট ছড়াকার ইউকে, বাংলা টেলিভিশন মো: জিয়ার আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি