ঈদগাহ সংস্কারের নামে বসতবাড়ি ধ্বংসের অভিযোগ, জরিমানা আদায়

প্রকাশিত:শুক্রবার, ১০ মে ২০২৪ ০৯:০৫

ঈদগাহ সংস্কারের নামে বসতবাড়ি ধ্বংসের অভিযোগ, জরিমানা আদায়

সুরমাভিউ:-  হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলনের দায়ে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায় দীর্ঘদিন ধরে স্হানীয় ইউপি সদস্য নওশাদ মেম্বারের ছেলে আব্দুল আজিজ ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছিল। এরই ধারাবাহিকতায় এলাকার ঈদগাঁ সংস্কারের প্রয়োজন হলে ইউপি সদস্য নওশাদ মেম্বারের সাথে কথাবার্তার মাধ্যমে মাটি ভরাটের দায়িত্ব নেন মেম্বারের ছেলে আজিজ।

কিন্তু আইনবহির্ভূত ভাবে ড্রেজার মেশিন বসিয়ে মাটি কেটে ঈদগাঁ ভরাট করায় পার্শ্ববর্তী বসতভিটে সহ পল্লী বিদ্যুৎ এর খুঁটি ধ্বসে পড়ার উপক্রম হয়। সংবাদ পেয়ে স্হানীয় কয়েকজন গনমাধ্যকর্মী শুক্রবার সকালে সরজমিনে ঘুরে ভিডিও চিত্র ধারণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,কে,এম ফয়সাল সহ প্রশাসন কে অবগত করেন।
ফলে উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে সহকারী কমিশনার ভুমি রাহাত বিন কুতুব তাৎক্ষনিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ঘটনার সত্যতা পেয়ে ইউ পি সদস্য নওশাদ মেম্বারের ছেলে আব্দুল আজিজ কে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

উল্লেখ্য নওশাদ মেম্বার ও তার ছেলে আব্দুল আজিজের নামে অবৈধ ভাবে মাটি উত্তোলনের দায়ে পূর্বের নিয়মিত মামলা চলমান আছে।। শেখ মো শাহীন উদ্দীন মাধবপুর হবিগঞ্জ

এ সংক্রান্ত আরও সংবাদ