সিলেট সদর উপজেলায় চেয়ারম্যান হলেন সুজাত আলী রফিক

প্রকাশিত:বুধবার, ০৮ মে ২০২৪ ১০:০৫

সিলেট সদর উপজেলায় চেয়ারম্যান হলেন সুজাত আলী রফিক

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় দ্বিগুণ ভোট পেয়ে সিলেট সদর উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সুজাত আলী রফিক।

আজ বুধবার (৮ মে) উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে ৬২টি কেন্দ্রের মধ্যে ৫৮টি কেন্দ্রের ফলাফল গণনা শেষে এমনটা দেখা গেছে।

কাপ-পিরিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে সুজাত আলী রফিক পেয়েছেন ২১ হাজার ৮৭৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা মো. সামসুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৬৩০ ভোট।

সদর উপজেলায় চেয়ারম্যান পদে এই দুই প্রার্থী ছাড়াও আও ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন, শ্রমিক লীগ  সিলেট জেলা সভাপতি মো. এজাজুল হক (মোটরসাইকেল), স্বতন্ত্র প্রার্থী মো. আহাদ মিয়া (দোয়াত-কলম), আওয়ামী লীগ নেতা মিল্লাত আহমদ চৌধুরী (ঘোড়া) এবং স্বতন্ত্র ডা. মো. খলিলুর রহমান (টেলিফোন)।

সিলেট সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৯২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৪ হাজার ৪২০ ও নারী ভোটার ৮৭ হাজার ৫০০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার একজন।

সাত ইউনিয়নে মোট ৬২ টি ভোট কেন্দ্রে এসব ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ