গোলাপগঞ্জ উপজেলায় আবারও চেয়ারম্যান হলেন এলিম

প্রকাশিত:বুধবার, ০৮ মে ২০২৪ ১০:০৫

গোলাপগঞ্জ উপজেলায় আবারও চেয়ারম্যান হলেন এলিম

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সিলেটের গোলাপগঞ্জে বেসরকারিভাবে ফের উপজেলা চেয়ারম্যান নির্বাাচিত হয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম ।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিষয়টি জানা গেছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও ফলাফল ঘোষণা করেনি নির্বাচন কমিশন।

রাত নয়টায় এ প্রতিবেদন লেখার সময় উপজেলার ৯০টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। তাতে দেখা যাচ্ছে দোয়াত-কমল প্রতীকের প্রার্থী মঞ্জুর কাদির শাফি পেয়েছেন ৩৩ হাজার ৪১৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের আবু সুফিয়ান উজ্জ্বল পেয়েছেন ২৬ হাজার ১০০ ভোট। ১২ হাজার ৩৯৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী শাহিদুর রহমান চৌধুরী জাবেদ।

দোয়াত-কলম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা এলিমের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক আবু সুফিয়ান উজ্জ্বল। তিনি আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

প্রথম ধাপের নির্বাচনে গোলাপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি এলিম (দোয়াত-কলম) ছাড়াও বাকি দুই প্রার্থী হলেন ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক আবু সুফিয়ান উজ্জ্বল (আনারস) ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ (ঘোড়া)।

এ সংক্রান্ত আরও সংবাদ