সাবেক পররাষ্ট্রমন্ত্রীর সাথে যুক্তরাজ্যে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের মতবিনিময়

প্রকাশিত:বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ ১১:০৫

সাবেক পররাষ্ট্রমন্ত্রীর সাথে যুক্তরাজ্যে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের মতবিনিময়

বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড: এ কে এম আব্দুল মোমেন এর সঙ্গে সিলেট এডুকেশন ট্রাস্ট (BSET) এর ট্রাস্টীবৃন্দের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ম মে) সন্ধ্যায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মত বিনিময় সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।

রমফোর্ডের নেঈজেন রেস্টুরেন্টে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান মুহিব উদ্দীন।

মতবিনিময় সভার প্রদান আলোচ্য বিষয় ছিল সিলেটে অ্যাটিস্টিক স্কুল প্রতিষ্ঠা করা ।

সংগঠনের সভাপতি অবহিত করেন গত জানুয়ারি মাসে সিলেটে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর অফিসে অ্যাটিস্টিক স্কুল নিয়ে সভায় ডঃ মোমেন এম, পি উপস্থিত ছিলেন এবং সে সভায় উক্ত স্কুলের জন্য জায়গার প্রয়োজনের কথা উল্লেখ করলে মেয়র সাহেব তাৎক্ষণিক ভাবে সিলেট শহরের সুবিধা জনক স্থানে অনতিবিলম্বে ৬০ ডেসিম্যাল জায়গা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

সভাপতি মহিব উদ্দিন তার বক্তব্যে মোমেনকে অনুরোধ করেন, তিনি যেন সিলেটের মেয়র মহোদয়ের সাথে এ ব্যাপারে আলোচনা করে জায়গা প্রাপ্তির বিষয়টি তরান্বিত করেন।

সভাপতি বাংলাদেশে ষষ্ঠ শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত সকল ছাত্র/ছাত্রীর স্কুল এডমিশন ফি মওকুফ করার দাবি জানিয়ে মন্ত্রী মহোদয় কে এক মেমোরেন্ডাম প্রদান করেন, এবং বিষয়টি সংসদে উত্থাপনের অনুরোধ জানান।

সভায় উপস্থিত সদস্যরা মন্ত্রী মহোদয়কে তার মূল্যবান সময় প্রদানের জন্য ধন্যবাদ প্রদান করেন এবং সমসাময়িক বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন প্রশ্ন করলে তিনি সেগুলোর উত্তর ও তার সুচিন্তিত মতামত প্রদান করেন।

সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ট্রাস্ট এর উপদেষ্টা, কমিশনার সৈয়দ আবুল বাশার ও লন্ডনের ডেপুটি মেয়র মিঃ হাওয়ার্ড ডোভার। পরেরদিন লন্ডন মেয়র ইলেকশন থাকা সত্ত্বেও মি: ডোভার উপস্থিত হওয়ার জন্য ট্রাস্টিরা তাকে আন্তরিক ধন্যবাদ জানান। মিঃ হাওয়ার্ড ডোভার বলেন তিনি আবারো ডেপুটি মেয়র পদে নির্বাচিত হলে বাংলাদেশ এ অটিস্টিক স্কুল প্রতিষ্ঠায় এবং ব্রিটেনে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট (BSET) এর অগ্রযাত্রায় তার সর্বাত্মক সহযোগিতা থাকবে।

সৈয়দ আবুল বাশার তার বক্তব্যে বিসেট কে সামনে এগিয়ে নিতে বাংলাদেশ ও যুক্তরাজ্যে যত ধরনের সহযোগিতা দরকার তা করতে এক পায়ে খাড়া আছেন বলে জানান।

সেক্রেটারি জামাল উদ্দিনের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন আফতার আহমদ, সিরাজ মিয়া, পারভেজ শাহ, মাওলানা মঈনুল হক চৌ:, ইন্জিনিয়য়ার হাবিবুর রহমান, আব্দুল্লাহ আল কামাল , আব্দুল গণি, দেলোয়ার হুসেন, শাহাদ উল্যা, আছমা আক্তার, একেএম ইয়াহিয়া, প্রিনসিপাল আশিদ আলী, মুজিবুর রহমান, রফিকুল ইসলাম, ডঃ সাঈদ মাসুক আহমদ, শফিকুর রহমান, গোলাম কিবরিয়া, প্রমুখ ট্রাস্টী বৃন্দ। পরিশেষে নৈশভোজের মাধ্যমে সবার সমাপ্তি হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ