সুনামগঞ্জে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’র উদ্বোধন

প্রকাশিত:সোমবার, ২৯ এপ্রি ২০২৪ ০৮:০৪

সুনামগঞ্জে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’র উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি:-  বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি”শীর্ষক ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) সকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্টল পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি বলেন, বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীতা অনেক বেশি।আধুনিক বিজ্ঞান শিক্ষায় জাতিকে স্মার্ট করে গড়ে তুলতে সাহায্য করবে।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো.ছাব্বির আহমেদ আকঞ্জি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.জাহাঙ্গীর আলম প্রমুখ।

উল্লেখ্য.-দুইদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ স্টল অংশ গ্রহণ করে।

এ সংক্রান্ত আরও সংবাদ