১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ২২ এপ্রি ২০২৪ ০৭:০৪
সুরমাভিউ:- সিলেট কল্যাণ সংস্থা, সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ১৯ এপ্রিল ২০২৪ শুক্রবার সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ঈদ-উল-ফিতর পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এবং সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটি, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটি, সিলেট জেলা কমিটি, সুনামগঞ্জ জেলা কমিটি, মৌলভীবাজার জেলা কমিটি, হবিগঞ্জ জেলা কমিটি ও সিলেট মহানগর কমিটি পূনর্গঠন করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস-২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার। ঈদ পুণর্মিলনী ও কমিটি পুনর্গঠনে সাংগঠনিক নেতৃবৃন্দদের মধ্য থেকে বক্তব্য রাখেন সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি ডাঃ টুনু মিয়া আনছার, সহ-সভাপতি আব্দুস সোবহান আজাদ, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সিবিযুকস’র সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সহ-সভাপতি তোফায়েল আহমদ, সহ-সভাপতি মোঃ মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক আরিফুর রহমান মিসবাহ, সাংগঠনিক সম্পাদক বিজিত চন্দ, সহ-সাংগঠনিক সম্পাদক গাজী আলমগীর হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জল আহমদ, সিবিযুকস’র সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মাহফুজ আল গালিব, প্রচার সম্পাদক মোঃ রুবেল মিয়া, সহ-প্রচার সম্পাদক মোঃ ইয়াকুব রহমান, সিবিযুকস’র মৌলভীবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মীর ছাইফুল ইসলাম, সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইব্রাহীম, সহ-সাংগঠনিক সম্পাদক নুর হোসেন, প্রচার সম্পাদক দিপক কুমার মোদক বিলু, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট এর সম্পাদক মোঃ আবুল কাশেম রুমন, মোঃ আল-আমিন আহমদ, মীর মুহিন ইসলাম, মোঃ জাকির হোসেন, মোঃ রনি আলম, মোঃ বাবলু মিয়া, মোঃ রাফি উদ্দিন খাঁন, নাদেল হোসেন জনি ও মির্জা রেজওয়ান বেগ।
অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের মতামতের পরিপ্রেক্ষিতে আগামী ৫মে রোববার সিলেট কল্যাণ সংস্থার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে সংস্থা গৃহীত কর্মসূচীর তারিখ পরিবর্তন করা হয়। উল্লেখ্য, সিলেট মহানগরীর মশা নিধনের দাবীতে মশারী নিয়ে সিলেট সিটি কর্পোরেশন অভিমুখে প্রতিকী শোভাযাত্রার ২৪ এপ্রিলের পরিবর্তে ১৫ মে বুধবার এবং ওসমানী হাসপাতাল থেকে সবধরনের জনদূর্ভোগ লাঘব ও দুর্নীতি দূর করার দাবীতে ওসমানী হাসপাতালের সম্মুখে ১০ মিনিট শোয়া কর্মসূচী ২৯ এপ্রিলের পরিবর্তে ২৭ মে সোমবার নির্ধারণ করা হয়।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766