মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
প্রকাশিত:শনিবার, ২০ এপ্রি ২০২৪ ০৮:০৪
নিজস্ব প্রতিবেদক:- মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের (৩৭) এক নারী নিহত হয়েছেন।
শনিবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে পৌরসভাস্থ উছলাপাড়া এলাকার রেললাইন থেকে নিহতের মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বলেন, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন দুপুর ১২টার দিকে কুলাউড়া রেলস্টেশনে ঢুকছিলো। এ সময় উছলাপাড়া এলাকায় রেললাইনে থাকা অজ্ঞাত পরিচয়ের এক নারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এটি আত্মহত্যা না দুর্ঘটনা তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।