সাদিপুরে ইমাম ও মুয়াজ্জিনদের গ্রেটার সিলেট ইউকে সেন্ট্রাল কমিটির ঈদ উপহার বিতরণ

প্রকাশিত:রবিবার, ০৭ এপ্রি ২০২৪ ১০:০৪

সাদিপুরে ইমাম ও মুয়াজ্জিনদের গ্রেটার সিলেট ইউকে সেন্ট্রাল কমিটির ঈদ উপহার বিতরণ

সুরমাভিউ:-  ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের ৬০টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানে ঈদ উপহার নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রোববার (৭ এপ্রিল) দুপুরে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সেন্ট্রাল কমিটি ও সংগঠনের এডভাইজার ইউকের স্বনামধণ্য ব্যারিষ্টার ও দানশীল ব্যক্তিত্ব অত্র ইউনিয়নের কৃতিসন্তান আবুল কালামের যৌথ অর্থায়নে ১২০জন ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানে আড়াই হাজার করে ২ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়।

সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেদ আহমদ (ভিপি মুসা) এর সভাপতিত্বে ও জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের ট্রেজারার যুব সংগঠক আলী আহসান হাবীবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সেন্ট্রাল কমিটির এডভাইজার ও বিশিষ্ট কমিউনিটি নেতা মোসলেহ আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের সভাপতি ও সিলেট শিক্ষাবোর্ডের সাবেক সচিব প্রফেসর কবির আহমদ, শ্রীহট্ট প্রকাশের প্রকাশক ও সংগঠনের সদস্য জিবলুর রহমান। পবিত্র কোরআনা থেকে তেলাওয়াত করেন হাফেজ সালেহ আহমদ।

জাতীয় মানবাধিকার ইউনিটি বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশীদের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাদিপুর ইউনিয়নের সচিব মারুতি নন্দন দাস, সদস্য মাহমদ আলী, বখতিয়ার আহমদ, গৌড় সুত্রধর, রেখা রানী, শামসুল ইসলাম শামীম, স্বপন আহমদ, শাহ ইসমাঈল, চ্যানেল এস ইউকে সিলেট অফিসের ক্যামেরা পার্সন শামীম আহমদ, সাংবাদিক আব্দুল মালিক। ইমাম ও মুয়াজ্জিনদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মুফতি আমিন উদ্দিন কাশিমী। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ