কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের সরকারি সহযোগিতা করুন: বাসদ

প্রকাশিত:মঙ্গলবার, ০২ এপ্রি ২০২৪ ১১:০৪

কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের সরকারি সহযোগিতা করুন: বাসদ

সুরমাভিউ:-  গত ৩১ মার্চ সিলেট অঞ্চলের উপর বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে  ক্ষতিগ্রস্ত কৃষক ও নিম্ন আয়ের মানুষের জন্য সরকারি সহযোগিতার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পাল।

মঙ্গলবার ২ এপ্রিল গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ৩১মার্চ সিলেট অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন সর্বস্তরের মানুষ। এতে বাসাবাড়ির জানালার কাচ, টিনের চাল, গাড়ির গ্লাস ভেঙ্গে সর্বসাধারণ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছেন। কৃষি ফসলের ক্ষতি হওয়ায় কৃষকরা সর্বশান্ত।

নেতৃবৃন্দ বলেন, এই দুর্যোগে টিন ও গ্লাস ব্যবসায়িরা যাতে সিন্ডিকেট কারসাজি করে অতিরিক্ত দাম আদায় না করে সেই দিকে প্রশাসনের সজাগ থাকা প্রয়োজন।

এ সংক্রান্ত আরও সংবাদ