ঈদুল ফিতর উপলক্ষে অংশীজনের সাথে নৌ পুলিশের মতবিনিময়
প্রকাশিত:রবিবার, ৩১ মার্চ ২০২৪ ১১:০৩
সুরমাভিউ:- সুনামগঞ্জ টুকেরবাজার নৌ পুলিশ ফাঁড়ি-র আয়োজনে ঈদুল ফিতর উপলক্ষে অংশীজনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।রবিবার বিকালে টুকেরবাজারে হাজী আব্দুল মালিকের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন নৌ পুলিশ সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মোঃইসমাইল মিঞা।
নৌ পথে চাঁদাবাজি প্রতিরোধে সকলের তথ্যগত সহযোগিতা চেয়ে নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার ইসমাইল মিঞা বলেন নদীপথ কে নিরাপদ রাকতে নৌ পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, তাই সকলের সহযোগিতায় এই নদীপথ কে নিরাপদ নৌ চলাচল সহ বিভিন্ন জায়গায় অবৈধভাবে নৌকা, বাল্কহেড, থেকে চাঁদাবাজি পায়তারা যারা করে তাদের তথ্য দিয়ে সহযোগিদের আহবান জানান তিনি।
এ সময় উপস্তিত ছিলেন টুকেরবাজার নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ আতাউর রহমান, বিশিষ্ট ব্যাবসায়ী শাহ ফখরুল ইসলাম, গৌরারং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃআব্দুল মতিন, বাংলাদেশ কার্গো, ট্রলার, বাল্কহেড, শ্রমিক ইউনিয়ন রেজিঃবি২১১২ সুনামগঞ্জ জেলাশাখা সভাপতি মোঃহাবিবুর রহমান, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।