সুনামগঞ্জে হত-দরিদ্র পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ

প্রকাশিত:সোমবার, ১১ মার্চ ২০২৪ ১০:০৩

সুনামগঞ্জে হত-দরিদ্র পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি:-  সুনামগঞ্জে গাভী পালন বিষয়ে প্রশিক্ষিত হত-দরিদ্র পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

সোমবার (১১ মার্চ) সুনামগঞ্জ এরিয়া প্রোগাম ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শহরের ওয়েজখালী বিসিকের মাঠ প্রাঙ্গনে ১০০ টি পরিবার মাঝে মাঝে এই বাছুর বিতরণ করা হয়েছে।

জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মোঃ রফিকুল ইসলাম হত দরিদ্র পরিবারের কাছে বাছুর হস্তান্তর করেন।

এসময় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশে গড়তে হলে আমাদেরকে স্মার্ট প্রানি সম্পদ তৈরি করতে হবে।প্রাণিসম্পদের উৎপাদন বাড়াতে হবে। পরিবেশের ভারসাম্য বজায় রেখে দেশকে এগিয়ে নিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল চেয়ারম্যান আহমেদ নূর, পৌর কাউন্সিলর গোলাম আহমদ সৈনিক, সাংবাদিক ও স্কাউট সংগঠক মো. বুরহান উদ্দিন, ওয়ার্ল্ড ভিশনের সুনামগঞ্জ এরিয়া ম্যানেজার স্টিভ তাপস চিসিম, স্পন্সরশীপ চাইল্ড প্রোটেকশন অফিসার অপূর্ব চিসিম, উত্তম চক্রবর্তী প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ