শেখ হাসিনার নেতৃত্বে আ’লীগ সরকার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর: স্বাস্থ্য মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন

প্রকাশিত:বুধবার, ০৬ মার্চ ২০২৪ ১০:০৩

শেখ হাসিনার নেতৃত্বে আ’লীগ সরকার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর: স্বাস্থ্য মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন

সুরমাভিউ:-  সিলেট সফররত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন এর সাথে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের মতবিনিময় সভা আজ (৬মার্চ ২০২৪) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ সামন্ত লাল সেন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই বয়সেও দেশ ও জাতির কল্যাণের জন্য যে পরিশ্রম করেন, আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ জায়গা থেকে তাঁকে সহায়তা করা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আ’লীগ সরকার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এজন্য এযাবত বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা যেখানে পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেলের মত বিভিন্ন মেগা প্রকল্প করেছেন, সেখানে হাসপাতালে এ্যম্বোলেন্স থাকবেনা, এক্সরে মেশিন থাকবেনা, তা হতে পারেনা। এটা মুলত: সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব, এসব বিষয় নিশ্চিত করা।

বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট এর বিভিন্ন কর্মকর্তাদের দাবির বিষয়টি তিনি মানবিক ভাবে বিবেচনা করবেন বলে আশ্বাস দেন।

মতবিনিময় সভার শুরুতেই স্থানীয় হাসপাতাল এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সৈয়দা জেবুন্নেছা হক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মাননীয় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. শাহ ফরিদ আহমদ, এড. শাহ মোঃ মোসাহিদ আলী, যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দপ্তর সম্পাদক মো: মজির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য আমাতোজ জোহরা রওশন জেবিন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ