১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ২৮ ফেব্রু ২০২৪ ১০:০২
সুরমাভিউ:- বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার চলতি সেশনের ১ম নির্বাহী বৈঠক গত ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে মধুবন সুপার মার্কেটস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা হাবীব আহমদ শিহাব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন শাহ আশরাফ আলী মিয়াজানী, মাওলানা নুর আহমদ কাসেমী, মাওলানা আহমদ হোসাইন, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা আব্দুর রহমান শাহজাহান, মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা আব্দুল হাছিব, মাওলানা শামশির হারুন রশিদ, মাওলানা আবিদ হাছান, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা মুতাহির হোসাইন, মাওলানা রায়হান উদ্দিন, মাওলানা বদরুল ইসলাম, মুফতি আব্দুর রহিম মাহির, মুফতি মাসুম আহমদ, মুফতি আব্দুল জলিল, মাওলানা ফাইয়াজ আহমদ, মাওলানা সিদ্দিকুর রহমান প্রমুখ।
সভায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আজমল হোসাইন।
সভায় চলতি সেশনে সুষ্ঠু ও সুন্দর পরিচালনার জন্য কয়েকটি স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটিগুলো হচ্ছে- সাংগঠনিক, অর্থ, প্রচার ও প্রকাশনা, সাহিত্য গবেষণা, ফাতওয়া, মক্তব ও দায়াত বিভাগীয় স্থায়ী কমিটি।
সাংগঠনিক স্থায়ী কমিটির আহবায়ক মাওলানা নূর আহমদ কাসেমী, অর্থ বিভাগীয় স্থায়ী কমিটির আহবায়ক মাওলানা আব্দুশ শহীদ, প্রচার ও প্রকাশনা স্থায়ী কমিটির আহবায়ক মাওলানা আহমদ হোসাইন, ফাতওয়া বিভাগীয় স্থায়ী কমিটির আহবায়ক মাওলানা মুফতি আব্দুর রহমান শাহজাহান, সাহিত্য ও গবেষণা স্থায়ী কমিটির আহবায়ক শায়খুল হাদীস মাওলানা শাহ আশরাফ আলী মিয়াজানী, মক্তব বিভাগীয় স্থায়ী কমিটির আহবায়ক শায়খুল কুবরা মাওলানা শহীদ আহমদ।
সভায় আসন্ন মাহে রহমান উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- প্রতিটি মসজিদে বয়স্ক কুরআন শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা করা, যুগোপযোগী মাসাইল সম্ভলিত ক্যালেন্ডার প্রকাশ করা, ওয়ার্ড ভিত্তিক “পবিত্র রমজান ও জাকাত” শীর্ষক মাহফিলের ব্যবস্থা করা, রমজান এর ২য় সপ্তাহে সকল মত মাসলাক এর উলামায়ে কেরাম, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক ও সচেতন মহলকে নিয়ে ফিৎরা বিষয়ক সেমিনার করা।
সভাপতির বক্তব্যে মাওলানা হাবীব আহমদ শিহাব সিলেটের নবনির্বাচিত সংসদ সদস্যদের মোবারকবাদ জানান।
সিলেট দানবীর রাগিব আলীর সুস্বাস্থ্য সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহ আশরাফ আলী মিয়াজানী। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766